সুনামগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।সংগঠনের সদস্য সচিব সৈয়দ রাফুউল্লা ফজলুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদর উপজেলা যুব মহিলালীগের সাবেক আহবায়ক চাঁদনী আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপিসহ সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় একটানা দীর্ঘ ১৩ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশের জনগনের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশকে আজ বিশে^ একটি উন্নত ,সমৃদ্ধ ও স্বনির্ভর আত্মমর্যাদার দেশে পরিণত করেছেন। দেশে কোন মঙ্গা নেই দেশের মানুষ আজ না খেয়ে মরতে শোনা যায়নি,মানুষের আজ গড় মাথাপিছু আয় রেড়েছে। তিনি মুক্তিযুর্দ্ধে চেতনার সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধ অপশক্তির যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি আরো বলেন এই বাঙ্গালীর পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে দেশের মুক্তিকামী মানুষরা ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ কওে দেশের স্বাধীনতা এনেছিলেন আর আজ সেই জাতির পিতারে সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করেছেন বলে তিনি দাবী করেন। পওে নেতৃবৃন্দরা সুনামগঞ্জের কৃতি সন্তান স্বজ্জন ব্যক্তি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল আজাদ রুমানের রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।