সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওরে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ফজর আলী (৪২)। তিনি গৌরারং ইউনিয়নের উজান শাফেলা গ্রামের মৃত আব্দুল মনুর ছেলে। বজ্রপাতে আহতরা হলেন শাফেলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আনোয়ার মিয়া (৪৫) ও স্বপন দেবনাথের ছেলে অর্জুন দেবনাথ (৩৩)। আরেকজনের নাম জানা যায়নি।স্থানীয়রা জানান, সকালে অন্যদের সঙ্গে খরচার হাওর দিয়ে বালু আনতে ফাজিলপুর যাচ্ছিলেন ফজর আলী। হাওরের মাঝ পর্যন্ত গেলে প্রচ- ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তারা চারজন নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতে ফজর আলী পানিতে পড়ে যান। সঙ্গে থাকা তিনজন আহত হন।পরে হাওরে মাছ ধরতে যাওয়া জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। ফজর আলীকে মৃত অবস্থায় সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে। গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like