সুনামগঞ্জে বাঁধের কাজে অনিয়ম ইউএনওসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির দায়ে শাল্লার ইউএনও মো. আবু তালেবকে প্রধান আসামি করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করেন হাওর বাঁচাও আন্দোলনের সদস্য মো. শওকত আলী। স্পেশাল পিটিশনে মামলা নম্বর-৪। মামলায় শাল্লার ইউএনও মো. আবু তালেব, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম, উপজেলার হাবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের শান্ত কুমার দাশ, দামপুর গ্রামের বকুল আহমেদ এবং আনন্দপুর গ্রামের বিপ্লব রায়।

এজহারের বরাতে প্রাপ্ত তথ্যানুযায়ী সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, চলতি বছরে শাল্লা উপজেলার ভান্ডাবিল হাওরের উপ-প্রকল্পের আওতায় নতুন বৈশাখালী ভাঙ্গা পর্যন্ত ১৪৬ মিটার ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামতের জন্য ২৭নং পিআইসি তৈরি করা হলে সেখানে ২৪ লাখ ৭৩ হাজার ১০১ টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড । কিন্তু ইউএনও আবু তালেব এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কাবিটা নীতিমালা ২০১৭-এর নিয়ম অনুযায়ী বাঁধের পাশে জমি যার সেই পাবে পিআইসি, সেই নিয়ম না মেনে হাবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের শান্ত কুমার দাশ, দামপুর গ্রামের বকুল আহমেদ এবং আনন্দপুর গ্রামের বিপ্লব রায়কে অবৈধভাবে ও দুর্নীতির মাধ্যমে এই পিআইসির সভাপতি, সদস্য সচিব ও সদস্য করা হয়। মামলায় বাঁধের কাজের ২ কিস্তির টাকা পরিশোধ এবং নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো প্রকল্পের কাজ শেষ না হওয়ার অভিযোগও করা হয়। এজাহারে তাদের পিআইসি দিতে ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করা হয়।এ ব্যাপারে বাদি শওকত আলী বলেন, শাল্লার পানি উন্নয়ন বোর্ডের এসও এবং ইউএনও অবৈধ সুবিধা নিয়ে শান্ত, বকুল ও বিপ্লবকে পিআইসি দিয়েছেন, অথচ তাদের বাঁধের পাশে কোন জমি নেই। তাহলে কোন নীতিমালা মেনে ওদের পিআইসি দেয়া হলো? সরকারের এতোগুলো টাকা নিয়ে এভাবে নয়ছয় করার এখতিয়ার কারো নেই উল্লেখ করে তিনি আদালতে মামলা দায়ের করে জনস্বার্থে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ কুমার নাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি আমলে নেয়।

You might also like