সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক বন্যায় নানান রোগে আক্রান্ত মানুষদের ফ্রি মেডিকেল সেবা ও ঔষধ বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ¦ মইনুদ্দিন খান নিখিলের আহবানে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক বন্যায় নানান রোগে আক্রান্ত মানুষদের ফ্রি মেডিকেল সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে।শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা: মুকুল চক্রবর্তী ও আলী আশরাফ সোহাগ।এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সবজু কান্তি দাস,জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জ,সদর যুবলীগের সহ সভাপতি মো. ফয়সল আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো. এনাম আহমেদ ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে খায়রুল হুদা চপল বলেছেন,আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মইনুদ্দিন খান নিখিলের আহবানে সুনামগঞ্জের বন্যায় নানান রোগবালাইয়ে আক্রান্ত ৫ শত নারী পুরুষকে বিনা মূল্যে চিকিৎসাসহ পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ প্রধান করা হয়। তিনি কোভিড এর প্রকোপ বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের আহবান জানান।