সুনামগঞ্জ থেকে ৯২৬ বোতল বিদেশী মদসহ ২জন আটক

সত্যবাণী

সিলেট অফিসঃ সুনামগঞ্জ থেকে ৯২৬ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারীকে আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারবাজার ও সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে ফয়সাল (২২) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রবিউল আলম রণি (৩১)।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে  র‌্যাব দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফয়সালকে ৯৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়।

ওইদিন সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ সদর থানার ধারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল আলম রণিকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৮৩১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মদসহ ফয়সালকে দোয়ারাবাজার ও রণিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like