সুনামগঞ্জ সদরে সরকারী কর্মকর্তা,কর্মচারী ইউপি চেয়ারম্যান ও গ্রামপুলিশের মধ্যে ঈদ উপহার বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদের সকল সরকারী কর্মকর্তা,কর্মচারীসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান সচিব,ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ মোট ৭০০ জনের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকর্তা,কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও গ্রাম পুলিশদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলেন দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল চপল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক,সুরমা ইউপি চেয়ারম্যান মোঃ ছাত্তার প্রমুখ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার তাদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন।

You might also like