সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৫০জন হিজড়াকে খাদ্যসামগ্রী বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ স্থানীয় সরকার মন্ত্রনায়লেন আওতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে, অর্ধ শতাধিক তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের মাঝে চাল,ডাল,ময়দা,চিনি সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার বিকেলে শহরের মল্লিকপুরস্থ উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন ও জেলা রিক্রা শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মে,াঃ সুহেল আহমদ প্রমুখ।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, জাতির পিতার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে প্রতিটি ধর্ম বর্ণের মধ্যে কোন বৈষম্য নেই থাকতে পারেনা।এই সরকার প্রতিটি ধর্ম ও বর্ষের মানুষজনকে সম পরিমাণ সম্মান মর্যাদা দিয়ে আসছে।স্বাধীনতা পরবর্তী যতগুলো সরকার এই দেশ শাসন করেছে বঙ্গবন্ধু ও তার কন্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন।তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

You might also like