সুরমার ভাঙনরোধ: ১২০ কোটির প্রকল্পের মেয়াদ শেষ,ব্যর্থ কর্তৃপক্ষ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের প্রধানতম নদী সুরমা তীরের ভাঙনরোধে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল ২০১৯ সালে। সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে সদ্য গত হওয়া জুন মাসে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ১২০ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে নতুন করে প্রকল্পের মেয়াদ ১ বছর বৃদ্ধি করা হয়েছে।জানা গেছে, ‘সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় দশগ্রাম, মাহতাবপুর ও রাজাপুর পরগণা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙন হতে রক্ষা’ শীর্ষক প্রকল্পটি ২০১৯ সালের ৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন লাভ করে। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।অনুমোদিত প্রকল্পে ব্যয় ধরা হয় ১২০ কোটি ৮২ লাখ টাকা। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন অবধি প্রকল্পের মেয়াদকাল নির্দিষ্ট করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্টরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রণালয় ১ বছর মেয়াদ বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দিয়েছে। আগামী বছরের ৩০ জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে বলেছে মন্ত্রণালয়।