সুরমায় নদীতে তলিয়ে গেছে প্রধানমন্ত্রীর উপহার নৌ-এ্যম্বুলেন্স

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ হাওর পাড়ের মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রধানমন্ত্রীর উপহার নৌ-এ¤ু^লেন্স কর্তৃপক্ষের চরম উদাসিনতায় ও অযতেœ অবহেলায় জামালগঞ্জ লঞ্চ ঘাটে সুরমা নদীতে তলিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অফিস সূত্রে জানা যায়, এ¤ু^লেন্সটি ২০২০ সালের শেষ দিকে নেত্রকোনা জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বরাদ্দ দেওয়া হয়। ঢাকা থেকে আগত কয়েকজন মেকানিক এ¤ু^লেন্সটি চালু করে দিয়ে যায়।

একদা উপজেলার একটি সিএইচসিপি পরিদর্শনে গেলে সেখানে আটকা পড়ে যায়। অনেক অর্থ ব্যয় করে জামালগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে আসা হয়। প্রতি মাসে এ¤ু^লেন্সটির জন্য কত টাকা ব্যয় বরাদ্দ হয় তা জানা যায়নি। ডুবে যাওয়ার আগ পর্যন্ত জরুরী স্বাস্থ্য সেবায় কোন কাজে ব্যবহার করেনি কর্তৃপক্ষ। জামালগঞ্জ হাসপাতালের শুরু থেকে যে ভাবে এক্স-রে ডেন্টাল সরঞ্জাম গুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে তেমনি নৌ- এ¤ু^লেন্সটি ও সুরমা নদীতে তলিয়ে গেছে । তলিয়ে যাওয়ার সময় সুহৃদ ব্যক্তিরা লঞ্চ ঘাটের বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে রেখেছে।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর জানান, এ¤ু^লেন্সটি উদ্ধারের জন্য প্রক্রিয়া চলছে।জেলা সিভিল সার্জন ডাঃ শামসুউদ্দিন জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলুন।

You might also like