সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ প্রক্রিয়া শুরু করেছি :নুরুল ইসলাম নাহিদ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, গোলাপগঞ্জ উপজেলার বাঘাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণের লক্ষ্যে সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ করা হবে। ইতিমধ্যেই সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছি। এতে করে গোলাপগঞ্জ উপজেলা সদরের সাথে বাঘা ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে।সোমবার সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪ তলা ভবনের উদ্বোধন ও কলেজ শাখা এমপিওভুক্ত করায় কলেজের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আ’লীগ সরকারের আমলে দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সরকার আধুনিক যুগোপযোগী শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। সরকারের এ যুক্ত থেকে যুগের সাথে তাল মিলিয়ে নতুন পজযন্মকে এগিয়ে যেতে হবে।বিকেলে উপজেলার বাঘা পরগনা বাজারে ৩ কোটি ৬৩ কোটি লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন গ্রামীণ মার্কেটের কাজ পরিদর্শন করেন নুরুল ইসলাম নাহিদ এমপি। এর আগে বাঘা সোনাপুর বাজারে বাঘা ইউনিয়ন আ’লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।এছাড়াও সোমবার সকালে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের অর্থায়নে বাঘা বিলে ৩৫০ কেজি রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন নুরুল ইসলাম নাহিদ এমপি।