সৈয়দা লতিফ ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ: জামাতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে বাইসাইকেল বিতরণ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ একটানা ৪০দিন নিয়মিত ফজরের নামাজ মসজিদে জামাতের মাধ্যমে আদায়ের উৎসাহমুলক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিলেট নগরির নবগঠিত ২৯নং ওয়ার্ডের লাউয়াইস্থ সৈয়দা লতিফ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ‘নিয়মিত নামাজ আদায় করে পুরস্কার জিতে নাও’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছিল। এতে প্রায় ৭৮ জন শিশু-কিশোর অংশ নেয়। বিজয়ীদের মধ্যে ২৬টি বাইসাইকেল ছাড়াও অন্যান্য শান্তনা পুরস্কারও দেয়া হয়।গত (১৫ জানুয়ারি) রোববার বিকেলে নগরির লাউয়াইস্থ নূরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে সৈয়দা লতিফ ফাউন্ডেশন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদের সভাপতিত্বে এবং আব্দুল আহাদের উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন সিলেট এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র আজীবন সদস্য, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ এমসি। এতে আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ইকবাল লতিফ, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়া, লাউয়াই উম্মরকবুল জামে মসজিদের মোতওয়াল্লি ইমাম উদ্দিন, পশ্চিম লাউয়াই রায়েরগ্রাম জামে মসজিদের মোতওয়াল্লি ইসরাইল মিয়া, প্রবীণ সমাজসেবী রোটারিয়ান আহাদুস সামাদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান নজমুল ইসলাম খসরু এবং যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবী শরীফ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাউয়াই স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি রিজ্জাদ আহমদ, সমাজসেবী ডা. এনামুল হক, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মাওলানা আব্দুস শহীদ, লাউয়াই উম্মরকবুল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লোকমান হোসেন, পশ্চিম লাউয়াই রায়েরগ্রাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জমির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, মুহিবুর রহমান, মজম্মিল আলী, রূপল মাহমুদ, আমীন উদ্দিন আহমদ, মোঃ আব্দুল্লাহ, জুনেদ আহমদ, বাছিত আহমদ, কামাল আহমেদ, সায়েম আহমেদ, কামাল উদ্দিন, শাহ নাজিম আহমেদ, এমাদ ইউসুফ, হাসান উদ্দিন, ইভান মালেক, আবুল ফাত্তাহ, হাবিবুর রহমান মিফতা, খলিলুর রহমান, রিপন আহমদ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ফাউন্ডেশনের সদস্য, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার লতিফ রাফি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মাওলানা আবুল হাসনাত।অনুষ্ঠানে প্রতিদিন ফজরের জামাত মসজিদে আদায়কারী ২৬ জনের প্রত্যেককে একটি করে মানসম্পন্ন বাইসাইকেল, ৪০ দিন থেকে কিছু কম অংশগ্রহণকারী এমন ১৭ জনকে বিশেষ পুরস্কার এবং বেশ কয়েকজন বর্ষীয়ান নামাজীকে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মসজিদে ফজরের জামাত আদায় করায় সৌজন্য স্বরূপ ১টি করে উচ্চমূল্যের (চাদর) শাল দেয়া হয়।

You might also like