সৈয়দ আফসার উদ্দিন এমবিই আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: দীর্ঘ ৯ বছর মরনব্যাধি ক্যানসারের সাথে যুদ্ধ শেষে ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন নিউজ সম্প্রচারক, ‘চ্যানেল এস’ এর সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন মিঠু অবশেষে পরাজিত হলেন। আজ ১২ই এপ্রিল, শুক্রবার ভোররাত ২.৩০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৫৯ বৎসর। মৃত্যকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন খ্যাতিমান এই সাংবাদিক।
প্রয়াত আফসার উদ্দিন একজন জনপ্রিয় ও সজ্জন ব্যক্তি হিসেবে কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। শিক্ষকতা পেশা ছাড়াও বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করার পর মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুক্তরাজ্যের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘চ্যানেল এস’ এর সংবাদ পাঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতা ও কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে জীবিতাবস্থায় তিনি এমবিই এবং ফ্রিম্যান অব দ্যা সিটি খেতাবে ভূষিত হন।
বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় বেড়ে ওঠা সৈয়দ আফসার উদ্দিনের পৈতৃক বাড়ী চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার বারই ইয়ারহাট এলাকায়। তাঁর শশুড় বাড়ী সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে।
শনিবার নামাজে জানাজা
এদিকে, আগামীকাল শনিবার বাদ জোহর ইষ্ট লন্ডন মসজিদে মরহুম সৈয়দ আফসার উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমের স্ত্রীর বড়ভাই লন্ডনের সুপরিচিত সলিসিটর সৈয়দ শাহীন সত্যবাণীকে জানান, জোহরের নামাজের পরপরই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তাঁর বোনজামাইয়ের। জানাজার পর মরদেহ দেখার কোন সুযোগ নেই জানিয়ে সৈয়দ শাহীন বলেন, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্রিকলেন মসজিদে সর্বসাধারণকে তাদের প্রিয় ব্যক্তি সৈয়দ আফসার উদ্দিনের মরদেহ দেখানোর পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।
নামাজে জানাজা শেষে চিগওয়েলের ওক লেইনস্থ গার্ডেন অব পিস এ শেষ শয্যায় শায়িত হবেন কমিউনিটির প্রিয়মূখ সৈয়দ আফসার উদ্দিন, পরিবারের পক্ষে সত্যবাণীকে এমনটিই জানান সলিসিটর সৈয়দ শাহীন।
সদ্য প্রয়াত সৈয়দ আফসার উদ্দিনের শেষযাত্রার বিস্তারিত-
In respect of Late SYED AFSAR UDDIN
SALAATUL JANAZAH DETAILS
————————————
Date: Saturday, 13 April
Time: 1.30pm, immediate after Zuhr Jama’ah
Place: East London Masjid
82-92 Whitechapel Road
London E1 1JQ
VIEWING details:
Time: 10am to 12.30pm
Place: Brick Lane Masjid
Main Prayer Hall
59 Brick Lane
(accessed via Fournier Street, 2nd door)
London E1 6QL
PLEASE NOTE:
NO OPPORTUNITY FOR VIEWING AFTER JANAZAH AT EAST LONDON MASJID OR OUTSIDE THE MASJID.
BURIAL DETAILS:
————————————
Date: Saturday, 13 April
Time: 3.15pm
Place: Gardens of Peace,
1 Five Oaks Lane,
Chigwell IG7 4QP
Our advice: Please wear waterproof shoes or wear plastic bags around your shoes if you will be going on the grass for the burial in the event of rain and mud.
Jazakallah
Brick Lane Funerals