সৌদির আকাশে শাওয়ালের চাঁদ: যুক্তরাজ্য, ইউরোপ ও সৌদি আরবে ঈদ শুক্রবার

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল)  সৌদি আরব, ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরব নিউজ তাদের এক প্রতিবেদনে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষ দিন।শুক্রবার ধর্মপ্রাণ মুসলিম ঈদুল ফিতর পালন করবেন। 

সৌদি আরবের তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় বলেও জানায় আরব নিউজ ও গাল্ফ নিউজ।সৌদি সুপ্রিম কোর্ট এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবারকে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

এর আগে, যুক্তরাজ্যের এইচ এম নটিক্যাল অ্যালমানাক দপ্তর জানিয়েছে, বিশ্বের যেসব দেশে গত ২৩ মার্চ রোজা শুরু হয়েছে, সেসব দেশের মানুষরা বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪টা ১৩ মিনিট থেকে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। তবে তা নির্দিষ্ট পরিস্থিতিতে কেবল উত্তর আমেরিকার আকাশ থেকে এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্যের এইচ এম নটিক্যাল অ্যালমানাক দপ্তর জানিয়েছে, বিশ্বের যেসব দেশে গত ২৩ মার্চ রোজা শুরু হয়েছে, সেসব দেশের মানুষরা বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪টা ১৩ মিনিট থেকে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। তবে তা নির্দিষ্ট পরিস্থিতিতে কেবল উত্তর আমেরিকার আকাশ থেকে এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

You might also like