স্কুল-কলেজ খুলছে ১২ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, সর্বশেষ সিদ্ধান্তে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়। আশা করছি আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো।

দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে আমরা আবারও বসবো। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নেয়। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা চেয়েছে অন্তত প্রত্যেক শিক্ষার্থীর যেন প্রথম ডোজ টিকা সম্পন্ন হয়। আমরা তখন বিশ্ববিদ্যালয় খোলার জন্য তারিখ নির্ধারণ করেছিলাম।এখন আবার তাদের সাথে কথা বলবো অক্টোবরের মাঝামাঝি খুলে দেওয়া যায় কিনা।আর তারা যদি আগেও খুলতে চায় খুলতে পারেন।তিনি বলেন,প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের করোনা টিকা দেয়া হবে।পরবর্তীকালে সরকার ১২ বছরের উপরে যাদের বয়স তাদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়।এখন তাদের বয়স অনুযায়ী ওই ধরনের টিকার ব্যবস্থা করছে সরকার।এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, প্রমুখ।

You might also like