স্ত্রীর সঙ্গে তিন বছর আগে বিচ্ছেদ হয়েছে, জানালেন জয়
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ তদন্তে ম্যাচাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং সজীব ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।এ বিষয়ে ফেসবুক পোস্টে জয় লিখেন, ‘ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।’ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৮টি বিলাসবহুল গাড়ি, ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ এনেছে এফবিআই। যদি ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন।
এফবিআই জয়ের মালিকানাধীন ৮টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে রয়েছে – ম্যাকলারেন ৭২০এস (মূল্য ২ লাখ ৫০ হাজার ৫৭৮ ডলার), মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটি (মূল্য ১ লাখ ৯ হাজার ৮০৬ ডলার), মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস (মূল্য ৫১ হাজার ৮ ডলার), এসএল শ্রেণির মার্সিডিজ বেঞ্জ (৭৩ হাজার ৫৭০ ডলার), লেক্সাস জিএক্স ৪৬০ (মূল্য ৩০ হাজার ১৮২ ডলার), রেঞ্জ রোভার (৩৭ হাজার ৫৮৬ ডলার), জিপ গ্র্যান্ড চেরোকি (৭ হাজার ৪৯১ ডলার) এবং গ্র্যান্ড চেরোকি (৪ হাজার ৪৭৭ ডলার)।তবে জয় দাবি করেন, এসব গাড়ি অনেক পুরোনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে।জানা যায়, ক্রিস্টিনাকে ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে উভয়ের সম্মতিতে জয়ের বিচ্ছেদ সম্পন্ন হয়। সোফিয়া নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।জয় ২৬ অক্টোবর ২০০২ সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন।সজীব ওয়াজেদ জয়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও তার বেতন নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে।