স্বাদ বা গন্ধ না পেলে সাথে সাথে সেল্ফ-আইসোলেশনে যাওয়ার পরামর্শ

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ হঠাৎ করে স্বাদ বা গন্ধ না পাওয়াকে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে সরকারীভাবে চিহ্নিত করা হয়েছে।এরই প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি আপনি কিংবা আপনার পরিবারের কেউ এই উপসর্গ বোধ করেন অর্থাৎ স্বাদ বা গন্ধ না পান, অথবা নতুন করে ক্রমাগত কাশি বা জ্বর হয়, তাহলে ভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করার স্বার্থে সরকারের সেল্ফ-আইসোলেশন বা স্ব-বিচ্ছিন্ন থাকার নির্দেশনা অনুযায়ি নিজের ঘরেই আইসোলেশনে থাকুন।

এর অর্থ হলো, যদি কাশি কিংবা গন্ধ পাওয়ার প্রবণতা হ্রাস পাওয়ার লক্ষণ ছাড়া অন্য উপসর্গ থেকে থাকে, তাহলে আপনাকে সাত দিন কিংবা তারও বেশি দিন বাড়িতে অবস্থান করা উচিত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সরকারের ওয়েবসাইট www.gov.uk/coronavirus অথবা এনএইচএস এর ওয়েবসাইট www.nhs.uk/conditions/coronavirus-covid-19/ ভিজিট করুন।

You might also like