স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: পূর্ব লন্ডনের বাংলা টাউনে শোভা পাচ্ছে নতুন ম্যুরাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পূর্ব লন্ডনের বাংলা টাউনে উদ্বোধন করা হয়েছে নতুন একটি ম্যুরালের।এর নাম ‘মাটির টান’।আর এই ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক বছরব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আয়োজনের।টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন এবং নতুন ম্যুরালটির উদ্বোধন করেন।পাশাপাশি এই উপলক্ষে ব্রিক লেনের মুখে বাংলা টাউন তোরণটিরও সংস্কার করা হয়েছে।খ্যাতনামা শিল্পী মোহাম্মদ আলী এমবিইর তৈরি এই ম্যুরালটিতে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। এতে নৌকার এক মাঝি এবং সিলেটে চা বাগানের এক নারী শ্রমিকের অবয়ব ফুটে উঠেছে। নানা ধরনের দেশীয় মোটিফও এখানে ব্যবহার করা হয়েছে।

আরও পড়তে পারেন:

  • পাঁচ জন বাঙালির নামে পাঁচটি ভবনের নামকরণ হলো বিলেতে
  • লন্ডনের বাঙালী-প্রধান এলাকায় মেয়র নিয়ে ‘বিভাজনের রাজনীতি’
  • কেন লন্ডনে একটি কাঁঠালের দাম দুশো ডলারের বেশি

উদ্বোধনী অনুষ্ঠানে মি. আলী বলেন, এই শিল্পকর্মের মধ্যে দিয়ে সারা বিশ্বের সামনে তিনি ব্রিটিশ-বাংলাদেশি পরিচয়কেই তুলে ধরতে চান।এত বড় একটা দৃশ্য দেখে সবাই বুঝতে পারবে যে বিশ্ববিখ্যাত ব্রিক লেন হচ্ছে বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র,” তিনি বলেন, আমি সেই বাংলাদেশি পরিচয়কেই গর্বের সাথে তুলে ধরতে চেয়েছি।মোহাম্মদ আলী বলেন, তার আশা দেশ-বিদেশ থেকে এসে যারাই এই ম্যুরাল দেখবেন তারা ‘মাটির টান’ কথাটার মানে বোঝার চেষ্টা করবেন।এই নামটি কেন দেয়া হয়েছে তা ব্যাখ্যা করে তিনি বলেন, তার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে হলেও দেশের মাটির টান তিনি ঠিকই অনুভব করেন।

সবার মধ্যেই এই টান রয়েছে। আমার মা-বাবা দুজনেই আজ নেই। এই টানের বিষয়টা আমি এখন অনেক বেশি অনুভব করি।মেয়র জন বিগস বলেন,টাওয়ার হ্যামলেটসে ব্রিক লেন এবং বাংলা টাউনের প্রতীকী গুরুত্ব অপরিসীম।এই শিল্পকর্ম বাংলাদেশের স্বাধীনতাকে দীর্ঘদিন ধরে সবাইকে স্মরণ করিয়ে দেবে।”বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের অবদানকে স্বীকৃতি দিতে কাউন্সিল ২০২১ সাল থেকে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

  • ইউক্রেনের বিমানবন্দরে মিসাইল, মারিউপোলের ‘কেন্দ্রে রুশ সেনা’
  • ইসলামে হিজাব অপরিহার্য কীনা সেই সিদ্ধান্ত কি আদালত নিতে পারে
  • ঢাকায় ইসকন মন্দিরে কথিত হামলায় আসলে কী ঘটেছে
You might also like