স্বাধীনতা অর্জনে প্রবাসীদের ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি দাবি
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর, সত্যবাণী
লন্ডন: যুক্তরাজ্যস্থ সিলেট সদর এসোসিয়েশন ইউকের উদ্যোগে বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ১৯ নভেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি হল রোমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, সাবেক মেয়র ও কাউন্সিলার সেলিম উল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহীন আহমদ জয়েদ ও এলাহী বক্স এনামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনাল গ্রীণ ইষ্টের কাউন্সিলার রেবেকা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রমলী সাউথ ওয়ার্ডের কাউন্সিলার শাহরিয়ার শুভ হোসেন, বারিষ্টার জাহেদ নূর, লন্ডনের বাংলাদেশ সেন্টারের উপদেষ্টা এস এম মুস্তাফিজুর রহমান ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রথম নির্বাহী সদস্য সংবাদিক আহাদ চৌধুরী বাবু ৷
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলার রেবেকা সুলতানা বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময়কালে বিলেত প্রবাসী বাঙালিদের অবদানের রাষ্ট্রিয় স্বীকৃতি দাবী করেন। তিনি বলেন, আমি একজন মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান, সে হিসেবে বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় আমাদের জন্য অনেক সম্মান ও গুরুত্বপূর্ণ ।তিনি বলেন, দেশ এগিয়ে চলেছে দলমত সবাই মিলে দেশের জন্য কাজ করতে হবে ৷
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ, মহান মুক্তিযুদ্ধে সিলেটের এবং প্রবাসীদের আত্মত্যাগ ও অবদানকে স্বাধীনতা অর্জন কালে অন্যতম সহায়ক ছিলো বলে মন্তব্যক রেন । আলোচনায় আরো বক্তব্য রাখেন নওশাদ নূর, মোর্শেদ আহমেদ, দিলাল বক্স প্রমুখ ।