স্মৃতিপটে রবে তুমি: রুবি হক স্মরণে ঘাতক দালাল নির্মূল কমিটির শোকসভা
আনসার আহমেদ উল্লা
কন্ট্রিবিউটিং এডিটর, সত্যবাণী
লন্ডন: সংগঠনের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক অকালপ্রয়াত রুবি হক স্মরণে শোকসভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।
গত ১০ আগস্ট পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে ‘স্মৃতিপটে রবে তুমি’ শিরোনামে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলাম।
অনুষ্টানে বক্তারা বলেন, রুবি হক ছিলেন একজন সাহসী ধর্মনিরপেক্ষ উদারনৈতিক সংস্কৃতিকর্মী। মুক্তিযুদ্ধের চেতনার উপর তার দৃঢ় অবস্থানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন l
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কাউন্সিলর (রাজনৈতিক) দেওয়ান মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি শামীম আজাদ, হিউম্যান রাইটস কমিশনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, বর্ণবাদ বিরোধী সংগঠক ও নজরুল সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নুরুল ইসলাম দুলু, লেখক কবি ময়নূর রহমান বাবুল, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হুসনেয়ারা মতিন, শহীদ পরিবারের সন্তান প্রশান্ত পুরকায়স্থ, নির্মূল কমিটির সহসভাপতি মতিয়ার চৌধুরী, নির্মূল কমিটির সহ সভাপতি নিলুফার ইয়াসমিন, লেখক সাংবাদিক হামিদ মোহাম্মদ, নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা নাজনীন সুলতানা শিখা, শিক্ষক এনায়েত সারোয়ার, নির্মূল কমিটির কার্যকরী সদস্য নাজমা হোসেন, কেন্দ্রীয় নির্মূল কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ প্রমূখ l
অনুষ্ঠানে রুবি হকের পরিবার থেকে উপস্থিত ছিলেন তাঁর স্বামী এডভোকেট মজিবুল হক মনি, ছোট বোন রুমি হক, ফুপাতো ভাই বাতিরুল হক সর্দার, চাচাতো ভাই শাহ মুস্তাফিজুর রহমান বেলালও খালু ফেরদৌস হালিম খান l
শিল্পী আলাউর রহমান, মোস্তফা কামাল মিলন এবং সালমা আক্তার সংগীত পরিবেশনের মাধ্যমে স্মরণ করেন প্রয়াত মানবাধিকারকর্মী রুবি হককে। আবৃত্তি করেন নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক স্মৃতি আজাদ। অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শোকসভায় প্রয়াত নির্মূল কমিটি নেত্রীর জীবন ও কর্মের উপর AR টেলিভিশন নেটওয়ার্ক নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।