হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ হঠাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানিয়েছেন, রোববার (২ মার্চ) সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তিনি।শায়রুল কবির বলেন, আজকে (সোমবার) সকালে স্যারকে দেখে এসেছি। আগের চেয়ে ভালো বোধ করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমায় এজন্য মহাসচিবের পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

You might also like