হাসপাতাল থেকে ফিরেছেন গাফ্ফার চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: বার্ধক্যজনিত রোগে শারিরীক অবস্থার অবণতির কারনে নর্থ লন্ডনের উইক পার্ক হাসপাতালে ৫দিন অবস্থানের পর বুধবার লন্ডনের বাসায় ফিরেছেন বিশিষ্ট সাংবাদিক, প্রবীন কলাম লেখক ও একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো..’র রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।

বুধবার লন্ডন সময় রাত পৌনে ৮টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন ৮৭ বছর বয়সী সাংবাদিকতার এই জীবন্ত কিংবদন্তী।

তাঁর সর্বশেষ শারিরীক অবস্থার খোঁজ নিতে টেলিফোন করলে সত্যবাণীকে তিনি বলেন, ‘আমার পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রার্থনায় এবারও ফিরতে পেরেছি বাসায়। শারিরীকভাবে এখন মোটামুটি সুস্থ বোধ করছি’। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শারিরিকভাবে মানুষ চীরদিন এই পৃথিবীতে থাকেনা। আমার বয়স হয়েছে, পৃথিবী ছাড়ার সময়ও হয়তো খুব কাছাকাছি। জীবনে আমার সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা। আমার অসুস্থতায় দেশবাসী যখন উদ্বিগ্ন হন, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে অবিরত  প্রার্থনা করেন, তখন মনে হয় পৃথিবীর ভাগ্যবান মানুষদের মধ্যে আমি মনে হয় একজন। আমার এই ভালোবাসার মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার’।

উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগে শারিরীক অবস্থার অবণতি হলে গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

৮৭ বছর বয়সী গাফ্‌ফার চৌধুরী বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত কলাম লেখেন।

You might also like