হিজড়াদের ত্রাণ দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ!
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আর্থিক অনুদানের কথা বলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।অভিযোগটি করেছেন সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বসবাসকারী রানা ভুইয়া হিজড়া ওরফে রানী মুখার্জি।তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে একজন পুরুষ ০১৮৭৫-৮৫৯০২৭ এই মোবাইল ফোন থেকে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে কল করে বলেন, তোমাদেরকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য সরকারের তরফ থেকে এক লাখ টাকার অনুদান এসেছে। তবে এ টাকা পেতে হলে ২১শ’ টাকা সরকারি ফি’ দিতে হবে।তিনি বলেন, ‘এ কথা বলে প্রতারক এই বিকাশ নাম্বার ০১৩০৯ ৩০৮৪৩২ দেয়। প্রতারকটি যখন ফোন করে এসব কথা বলে তখন আমি একটি কাজে ভৈরবে অবস্থান করছিলাম। আমি প্রতারণার বিষয়টি বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ভৈরবের একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেয়া নাম্বারে ২১ শ’ টাকা পাঠিয়ে দেই। এরপর থেকেই নাম্বারটি বন্ধ রয়েছে।এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর দ্বারস্থ হবে বলে জানান রানা ভুইয়া।