১২ সেপ্টেম্বর থেকেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা মহামারির মধ্যে দীর্ঘ দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি দেখে আমাদের জানাবেন।তিনি জানান, ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলবে। শুরুতে এ বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহের ছয় দিন আসবে। ১ম, ২য়, ৩য়, চতুর্থ, ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন আসবে। সব শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পড়তে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিবে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট।

You might also like