১৯৪৭ সালের দেশভাগের স্মৃতি নিয়ে প্রদর্শনী

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ১৯৪৭ সালে ভারতর্বষ ভাগ হয়ে আলাদা দুটি রাষ্ট্র— ভারত ও পাকিস্তান সৃষ্টির স্মৃতি কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসে চলেছে, তা নিয়ে এক বিশদ গবেষণা করেছে লাফবারা ইউনিভার্সিটি। যুক্তরাজ্যে বসবাসরত ভারতবর্ষের মানুষদের পাশাপাশি বাংলাদেশ ও ভারত সফর করে বিভিন্ন শ্রেণী—পেশার নানা বয়সী লোকদের সাথে কথা বলেছেন গবেষকরা। মানুষের সৃস্মিশক্তি কীভাবে কাজ করে এবং মানুষ কীভাবে স্মৃতিকে বিবেচনায় নিয়ে ভবিষ্যত চিন্তা করে সেটি খঁুজে বের করার চেষ্টা করা হয়েছে এই গবেষণায়। ২০১৭ সালে শুরু হওয়া এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড মেমোরি স্টাডিসের অধ্যাপক এমিলি কেইথলি। এই গবেষণায় প্রাপ্ত কিছু তথ্যচিত্র ও উপাপ্ত নিয়ে পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে একটি প্রদর্শনী চলছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

You might also like