২৫শে অক্টোবর লন্ডনে বাংলাদেশের গণহত্যার উপর আন্তর্জাতিক সেমিনার

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংগঠিত গণহত্যা বা জেনোসাইড-এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে  আগামী কাল ২৫শে অক্টোবর, মঙ্গলবার লন্ডন ইউসিএল হিউমেনিটারিয়ান ষ্টাডিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড ষ্টাডিজ এর উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তর-পশ্চিম লন্ডনের রয়েল ফ্রি হসপিটালের (NW3 2PF) ১নং লেকচার থিয়েটারে  অনুষ্ঠিত হবে এক আন্তর্জাতিক সেমিনার। ঐদিন বিকেল ২.৩০ মিনিটে আয়োজিত সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। সেমিনারে বাঙালী-অবাঙালী নির্বিশেষে সকলকে উপস্থিত থাকতে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’র সভাপতি দেওয়ান গৌস সুলতান অনুরোধ জানিয়েছেন।

 

You might also like