২৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এডভোকেট মমিনুর রহমান টিটু সমর্থনে লাউয়াইতে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে নবগঠিত ২৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, জেলা জজ আদালতের স্পেশাল পিপি এডভোকেট মুমিনুর রহমান টিটুর সমর্থনে লাউয়াইতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২২ জানুয়ারি) রোববার রাতে প্রার্থীর বাসভবন প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান নজমুল ইসলাম খসরুর সঞ্চালনায় এতে লাউয়াই গ্রামের ৫ পাড়ার মুরব্বিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছইদুর রহমান আক্তার, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী, লাউয়াই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য রোটারিয়ান মতিউর রহমান মতি, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খসরু, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ আতিকুর রহমান, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী হাজী হাবিবুর রহমান হুরু মিয়া, সাইদুল আবিদ, আব্দুর রউফ তুলা, অরিন্দম দাস হাবলু, আব্দুস সালাম গয়াস, মোস্তাকুর রহমান, লিয়াকত আলী, ডা. এনামুল হক, কামাল আহমেদ (১), ওহিদুর রহমান, আনোয়ার হোসেন, শৈলেন কর, মুজিবুর রহমান, কামাল আহমেদ (২), খালেদুর রহমান, লোকমান আহমেদ, সায়েম আহমদ, খলিলুর রহমান, কানাডা প্রবাসী সমাজসেবী আলাউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী মুন্না আহমেদ প্রমুখ।
বক্তারা এডভোকেট মুমিনুর রহমান টিটুকে একজন সুযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, সুদূর অতীতকাল থেকে আমাদের বৃহত্তর লাউয়াই গ্রামটি সমৃদ্ধ ঐতিহ্য ধারণ করে আসছে। এর মূলে রয়েছে আমাদের গ্রামবাসীর একতা। আমাদের পূর্বসূরীরা গ্রামবাসীকে সঠিক দিকনির্দেশনা দিয়ে গ্রামের ঐতিহ্য লালন ও বিজয়কে তরান্বিত করে গেছেন। বর্তমানেও আমাদের গ্রামে এ ধারা অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে বলে আমরা আশাবাদী।তারা বলেন, এডভোকেট মুমিনুর রহমান টিটু প্রথম নবগঠিত ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য প্রার্থী হওয়ার আকাঙ্খা ব্যক্ত করেছেন। আমরা তাঁকে সাধুবাদ জানাই। এখনও আর কেউ এভাবে প্রকাশ্যে আকাঙ্খা ব্যক্ত না করলেও অনেকেই প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তাই আমাদের পঞ্চায়েত কমিটি বৈঠকে বসে সর্বসম্মত সিদ্ধান্তে যাকে প্রার্থী ঘোষণা করবেন, তাঁর প্রতি গোটা মহল্লাবাসী একাত্মতা থাকার প্রত্যয় ব্যক্ত করছি।মতবিনিময় সভার সভাপতি আলহাজ্ব সাহার মিয়া আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ এশা লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ৫ পাড়ার সমন্বয়ে লাউয়াই পঞ্চায়েত কমিটি পুনঃগঠনের নিমিত্ব সাধারণ সভা আহবান করেছেন। এতে লাউয়াই ৫ পাড়ার সর্বস্তরের বাসিন্দাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

You might also like