২ দিনে সিলেটে ৪৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৪৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সিলেট অফিম থেকে প্রেরিত নিয়মিত ব্রিফিং-এ এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৩৫৭.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১০৭.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তারা জানায়, এ সময়ে সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেটের অনেক জায়গায় মাঝারিভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে।
সিলেট শহরে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল ৬ টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৯ শতাংশ। সন্ধ্যা ৬ টায় ছিলো ৯৬ শতাংশ।
সিলেটে রোববার সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৬ মিনিটে। আর সূর্যাস্ত হবে বিকাল ৫টা ৩৪ মিনিটে।