৪ ঘন্টা পর সিলেট-জকিগঞ্জ সড়কে অবরোধ প্রত্যাহার

সত্যবাণী

সিলেট অফিসঃ সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘ ৪ ঘন্টা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখার পর ৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় তা প্রত্যাহার করেছে আন্দোলনরত শ্রমিকরা। গোলাপগঞ্জ পৌর আ’লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে শ্রমিক নেতৃবৃন্দ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরে এলোমেলোভাবে যানবাহন রেখে অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে কিছু দাবি পুরণে হাতিয়ার হিসেবে সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা।

শ্রমিকদের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার এক ব্যক্তিকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর সোমবার আহত ওই ব্যক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

একপর্যায়ে ওই ব্যক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে। পরে ওই ব্যক্তির লাশ ময়না তদন্ত ছাড়া নিতে চাইলে গোলাপগঞ্জ থানার ওসি মোঃ রফিকুল ইসলামের একটি দস্তখত প্রয়োজন। কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন।

সর্বশেষ সোমবার তিনি বলেন তিনি দস্তখত দিতে পারবেন না। এর প্রতিবাদে শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে।

You might also like