৭১-এ বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কে ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মকে সচেতন করতে বাংলাদেশ হাইকমিশন,লন্ডন বিশেষ উদ্যোগ গ্রহণ করছে
নিউজডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ বাংলাদেশ হাইকমিশন, লন্ডযথাযথ মর্যাদায়‘‘শহীদ বুদ্ধিজীবী দিবস”পালন করেছে। এ উপলক্ষ্যে গতকাল দূতাবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবী এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাজা নিয়ে বলেন,“৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘঠিত বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কে ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মকে আরো সচেতন করার জন্য বাংলাদেশ হাইকমিশন,লন্ডন২০২২ সালে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বাণীর উল্লেখ করে হাই কমিশনার ৭১-এর ঘাতক, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী,বিশেষ করে এদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছে তাদের বিচারের রায় বাস্তবায়নের জন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে সম্ভাব্য সকল উদ্যোগ ও ভূমিকা গ্রহনের আহবান জানান।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়।এরপর জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, শহীদ বুদ্ধিজীবী, বীরমুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ কারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্র গতি কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।
সন্ধ্যায় হাই কমিশনার পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে যুক্তরাজ্যস্থ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।