৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউরোপ সিপিবি’র আলোচনা সভা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ লড়াই সংগ্রাম ও গৌরবের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ও ইউরোপ সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবিদ।প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন ভারত বিভাজনের পর ১৯৪৮ সালের ৬ মার্চ এই পার্টি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি নির্বাচনের প্রথম কংগ্রেস হতে এখন পর্যন্ত দ্বাদশ কংগ্রেস সম্পন্ন হয়েছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে জন্মলগ্ন থেকেই এই পার্টি আপোষহীনভাবে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। মহান ভাষা আন্দোলন,৬৯-এর গণঅভ্যুথ্যান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন হতে প্রতিটি গণআন্দোলনের পার্টির বীরত্বপূর্ণ অবদান রয়েছে।প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন পার্টির প্রাক্তন সভাপতি মার্ক্সবাদের তাত্বিক জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন পার্টির নবনির্বাচিত সভাপতি জননেতা কমরেড শাহ আলম ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড সর্দার রুহিন হোসেন প্রিন্স।আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির
প্রাক্তন সভাপতি ভাষা সৈনিক কমরেড ডাঃ আহমেদ জামান, সাধারণ সম্পাদক নিসার আহমেদ, কমরেড আজিজুল মালিক, আব্দুল লতিফ, সৈয়দ ফরহাদ হোসেন, জোবের আক্তার সোহেল, জাকির হোসেন বাচ্চু, সেলিনা সাফি প্রমুখ। তাছাড়াও যুক্তরাষ্ট্র,কানাডা,ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত বিভিন্ন কমরেডগণ সভায় যুক্ত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমরেড শাহরিয়ার বিন আলী। প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জ্ঞাপন করেছে যুক্তরাজ্যের বাংলাদেশী ওয়াকার্স কাউন্সিল,উদীচী,যুব ইউনিয় সহ প্রগতিশীল,সাংস্কৃতিক,রাজনৈতিক দল ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন সমুহ।
পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর ইতিহাস বিশ্লেষনে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন “৭৫-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়া সরকারের আমলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতো আমাদের পার্টিরও ঐ সময়ে কাগজপত্র জমা দেয়, ঐ গুলো মূলত ১৯৪৮ সালের পার্টিপ্রতিষ্ঠার কাগজপত্র । ঐ হিসাবে পার্টির ৭৪বছর। কিন্তু তারও শত বছর পূর্বে অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টি ছিল বিভিন্ন নামে বিভিন্ন দলে যা ইতিহাসের পাতায় পাতায় বিদ্যমান”।সিপিবি’র ঐতিহ্য,সংগ্রাম,গৌরবের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ। সংযুক্ত ছিলেন উদীচীর সভাপতি হারুন অর রশীদ,সাধারন সম্পাদক জোবের আখতার সোহেল, সত্যেনসেন স্কুল অব পারফর্মিং অার্টস’র শিক্ষক গোপাল দাস, উদীচী পরিবারের সদস্য নুরুল ইসলাম, হামিদ ইদ্রিস, সৈয়দ জাকির হোসেন অনুপম রহমান প্রমুখ।