২০ বছর পর ডলার-ইউরোর মান সমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ  ইউরো ও মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন সমানে সমান। ১ ইউরোর মান হয়েছে ১ মার্কিন ডলার। গত ২০ বছরে এমন চিত্র দেখা যায়নি। ২০০২ সালের পর কখনোই ইউরোর দাম এতটা কমেনি।আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২ সালের শুরুর দিকের তুলনায় মঙ্গলবার (১২ জুলাই) ইউরোর মান প্রায় ১২ শতাংশ কমে গেছে। যার কারণেই ডলারের সমতায় ফিরেছে ইউরো। মূলত মুদ্রাস্ফীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অর্থনীতিতে এ ধস নেমেছে।ইউরোর মান কমে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রায় এক যুগ পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। বর্তমানে ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। যদিও বিশ্লেষক বলছেন, সুদ হার বৃদ্ধির ঘোষণা ফলপ্রসূ হবে না। কারণ, ১৯৯১ সালের পর চলতি মাসের গত সপ্তাহে প্রথমবারের মতো পণ্যের বাণিজ্য ঘাটতি রেকর্ড করেছে জার্মানি।

এদিকে মার্কিন ডলারের মান গত কয়েক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। এমনকি একাধিক মুদ্রার বিপরীতে মার্কিন এই মুদ্রার মান দুই দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ইউরোপের তুলনায় বেশ এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। তারা সুদের হার ইতোমধ্যে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে।যুদ্ধের আগে রাশিয়ার কাছ থেকে প্রায় ৪০ শতাংশ গ্যাস পেতো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু সম্প্রতি রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে ইইউ। ঠিক তখনই ইইউর কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এর ফলে ইউরোপজুড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, ইউরোর মানও কমছে।সূত্র: আলজাজিরা, সিএনএন

You might also like