গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ।এ সময় দুটি বাসে অগ্নিসংযোগ করে তারা।আজ মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানা শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা দুটি বাসে অগ্নি সংযোগ করে। খবর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।এদিকে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে বিজিবির টহলও।বর্তমানে কোনাবাড়ী-কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান বলেন, শ্রমিকরা যেন আর কোনো সহিংসতা না ঘটাতে পারে সে জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

You might also like