বিশ্বের সবচেয়ে বড় সাউন্ড সিস্টেম রয়েছে মসজিদে হারামে

নিউজ ডেস্ক
সত্যবাণী

সৌদি আরব: বিশ্বের লাখো মুসলমান হজ ও ওমরার জন্য বছরের বিভিন্ন সময় মসজিদে হারামে অবস্থান করেন।এ ছাড়াও বিভিন্ন দেশের মানুষ নানা সময় পবিত্র কাবা পরিদর্শন করেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন লাখো মুসল্লি।গোটা দুনিয়ার মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান মসজিদে হারাম। বিশ্বে এর সাউন্ড সিস্টেম সবচেয়ে বড়।মসজিদে হারামে ১২০ জন টেকনিক্যাল প্রকৌশলী রয়েছেন। প্রায় আট হাজার স্পিকার রয়েছে। এসব নিয়ন্ত্রণের জন্য রয়েছে ছয়টি কন্ট্রোল রুম। এ ছাড়াও শতাধিক মাইক্রোফোন ব্যবহৃত হয়ে মসজিদে হারামে। প্রায় সাড়ে ছয়শ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই সাউন্ড সিস্টেম।সূত্র: ইনসাইড দ্য হারামাইন

You might also like