ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বুধবার সকাল আটটায় মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, “ সকাল আটটায় ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ গাছ থেকে নামানো হয়েছে। শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছে মরদেহটি ঝুলছিল। সে ভবঘুরে ছিল।ওসি আরও জানান, “আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস লাগিয়েছে। ক্রাইম সিন ঘটনাস্থলে গেলে পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।শিক্ষার্থীরা জানান, তারা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এ সময় দেখেন কিছু মানুষ জটলা হয়ে ওপরে তাকিয়ে আছে। পরে সেখানে গিয়ে তারা ঝুলন্ত মরদেহটি দেখতে পান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে মরদেহ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।