সুনামগঞ্জে দুটি অসহায় পরিবারকে একঘরে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্বপাড়া গ্রামের দুটি অসহায় পরিবারকে পঞ্চায়েত কর্তৃক একঘরে রাখার প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভুক্তভোগী পরিবারগুলোর আয়োজনে সুনামগঞ্জ পৌর বিপনীস্থ দুতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীদের স্বজন মোঃ বাবুল মিয়া।

তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন মাইজবাড়ি গ্রামের পূর্বপাড়ার নিরীহ মোঃ মণির উদ্দিন ও মোঃ আজির উদ্দিনকে পঞ্চায়েত এর সদস্য মোঃ বুরহান উদ্দিন,রমজান আলী,নাজিম উদ্দিন গংরা নতুন মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে কোন কারণ ছাড়াই গত ১৪ আগষ্ট সন্ধ্যায় পেশীশক্তির জোরে এই দুটি পরিবারকে একঘরে করে রাখার নির্দেশ দেয়া হয়।ফলে ঐ অসহায় পরিবারগুলো কারো সাথে কথা বলতে চলতে নিষেধ করার পাশাপাশি তাদেরকে দোকানপাঠে হাটবাজার করতে ও নিষেধ প্রদান করা হয়।তাদেরকে গৃহবন্দী থেকে মুক্তি দিতে হলে বুরহান উদ্দিন গংরা এই অসহায় পরিবারের নিকট ৫০ হাজার টাকা চাদাঁ দাবী করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

You might also like