জম্মু-কাশ্মীর থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে ভারত
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারত: জম্মু-কাশ্মীর থেকে ১০০ কোম্পানি আধাসেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর ফলে কেন্দ্র শাসিত অঞ্চলটি থেকে প্রায় ১০ হাজার আধাসেনা অন্য জায়গায় মোতায়েন করা হবে।গত বছর ৩৭০ ধারা বিলুপ্তির পর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয় কাশ্মীরকে। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে পাঠানো হয়।একবছরে পরিস্থিতি অনেকটাই শান্ত হওয়ায় এখন সেনা কমানো হচ্ছে।কাশ্মীর থেকে ৪০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি করে বিএসএফ, সিআইএসএফ ও এসএসবির জওয়ানদের নিজেদের নির্দিষ্ট স্থানে ফিরে যেতে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।গত বছর প্রায় ৬০০ কোম্পানি আধাসেনা কোনো ঝুঁকি না নিয়ে অতিরিক্ত নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল।