ছাতকে পরপর তিনদফা বন্যায় ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন সড়ক সংস্কার নিয়ে জরুরি বৈঠকে-এমপি মানিক

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে পরপর তিনদফা বন্যায় গ্রামীণ অধিকাংশ কাঁচা-পাকা সড়ক পুরো ও আংশিক ক্ষতিক্ষস্থ্য হয়েছে। বন্যা সেরে গেলেও এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন রয়েছে।বিভিন্ন সড়কে ভাঙ্গা অংশে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন লোকজন।বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়নে-ই কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্থ্য হয়েছে।যাতায়াতের অনুপযোগী এসব সড়ক দ্রুত সংস্কার করণের উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ নিয়ে রোববার সন্ধ্যায় ছাতক উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সন্ধ্যায় এক জরুরি বৈঠকে অনুষ্টিত হয়।

বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন সড়ক মেরামতের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ক্ষতিগ্রস্থ ও জনগুরুত্বপূর্ণ ফকিরটিলা-নরসিংপুর সড়ক, নোয়ারাই-দোয়ারাবাজার সড়ক,নোয়ারাই-বাংলাবাজার সড়ক, কলাবাড়ী-মানিকপুর সড়ক, আন্ধারীগাও-আমেরতল সড়ক,আন্ধারীগাও-দোয়ারাবাজার সড়ক,শ্যামপাড়া-কান্দিগাও সড়ক, আমেরতল-নাদামপুর সড়ক,গাবুরগাও-চরমহল্লা সড়ক, বঙ্গবন্ধু মুক্তিরগাও সড়ক, রুক্কাবাজার-গদারমহল সড়ক,কালারুকা-কাজীহাটা সড়ক, কালারুকা-রামপুর সড়ক, তাজপুর-নুরুল্লাপুর সড়ক, জালালপুর-কটালপুর সড়ক, গোবিন্দগঞ্জ-বিনোদপুর সড়ক, বাগইন-ছৈলা সড়ক, বাগইন-লাকেশ্বর সড়ক, মঈনপুর-কাটাসলা সড়ক, বাউশা-বড়বাড়ী সড়ক, রাতগাও-মল্লিকপুর সড়ক, বড়কাপন-কপলা-উসাইরগাও সড়ক, জালালপুর-মঈনপুর-লামারসুলগঞ্জ সড়ক, সিরাজগঞ্জবাজার সড়ক, ভাতগাঁও-হায়দরপুর সড়ক, জাউয়া-ঝামক সড়ক, কৈতক-রাউলি সড়ক, চরমহল্লাবাজার-চরবারুকা সড়ক, পালপুর-মর্জাদ সড়ক, ইসলামপুর-বাহাদুরপুর-মন্তাজনগর সড়কসহ ১৩ ইউনিয়নের

অসংখ্য গ্রামীণ সড়ক তিনদফা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এক হিসেব অনুযায়ী উপজেলায় প্রায় ৬’শ কি.মি. কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারাবাজার আসনের সংসসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, বিল্লাল আহমদ ও প্রকৌশল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

You might also like