ধর্মপাশায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।এর আগে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারি চৌধুরী বাচ্চুর পরিচালনায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির

হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, জেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন প্রমুখ।এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৯২১ টাকা।বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে টেকনিপ কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করবে।

You might also like