আখিরাতের পাথেয় সংগ্রহে মনোযোগী হতে হবে-রফিকুল ইসলাম তালুকদার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম তালুকদার তালামীয কর্মীদের উদ্দেশ্য করে বলেন,জাগতিক চাকচিক্যের কাছে বিক্রি না হয়ে আখিরাতের পাথেয় সংগ্রহে মনোযোগ দিতে হবে।সেক্ষেত্রে আল্লাহর ইবাদাতে আরও আন্তরিকভাবে আত্মনিয়োগ করতে হবে।নিজের মধ্যে হুব্বে রাসুল (সঃ) লালন করতে হবে এবং মন মানসিকতাকে প্রসারিত কওে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।এই দীর্ঘ ছুটিতে আমাদের কর্মিদের আধ্যাত্মিক বিষয়ে কিছুটা হলেও মনোযোগ দিয়ে হবে।ভিন্ন মতালম্বি মানুষদের যথাযত সম্মান দেখাতে হবে। নিজেকে প্রথমে গড়ে তুলতে হবে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য প্রযুক্তি উপযুক্ত ব্যবহার করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান তিনি।

রোবাবর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখা আয়োজিত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুফিনগর দাখিল মাদরাসা কনফারেন্স হল রুমে শাখার সভাপতি আলী আহমদ নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল। সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ প্রশিক্ষণ সম্পাদক ইসলাম উদ্দিন। ছাতক (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক শিরন আহমদ। ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম জালালী। দোয়ার (পৃর্ব) উপজেলার অর্থ সম্পাদক লালন আহমদ রাজু।

এ সময় উপস্থিত ছিলেন, শাখা সহ সভাপতি এইচ এম আব্দুল বাছিত, টিএ সুলেমান, মাহফুজুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লিলু,প্রচার সম্পাদক হাফিজ মামনুর রশিদ মামুন, সহ অফিস সম্পাদক আতাউল গনি,প্রশিক্ষণ সম্পাদক কামরান হোসাইন,সহ প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া মাহমুদ শাকির,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সদস্য ইমামুল ইহসান,সেবুল আহমদ,ছানাউর রহমান মনাঈ,হাফিজ জাকির হোসেন, আব্দুল লতিফ,খরিদিছর আলিম মাদ্রাসার সভাপতি সিদ্দিকুর রহমান রিমন,কালারুকা দক্ষিণ ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান,ধারণ আঞ্চলিক শাখার সভাপতি মো.ইমাদ উদ্দিন প্রমূখ।সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাখার অফিস সম্পাদক মো. আব্দুল আহাদ।

You might also like