সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে চলাই সমবায়ের উদ্দেশ্য : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনসংখ্যা বেশি দেখে হতাশ হলে চলবে না,এটা দেশের সম্পদ।আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে সমবায়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন,একা নয়,সবাইকে নিয়ে,সবাইকে দিয়ে চলাই সমবায়ের উদ্দেশ্য।
৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান এ অনুষ্ঠানে কৃষি, দুগ্ধ, মৎস্যসহ সমবায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকটি সমবায় সমিতি ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সমবায়ের মাধ্যমে দেশে কর্মসংস্থান হয়েছে ১০ লাখ মানুষের। জিডিপিতে এর অবদান শতকরা ১ দশমিক ৮৯ ভাগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সবাইকে সমান সুযোগ দিতে কাজ করছে তাঁর সরকার।সমবায়ের কল্যাণে বঙ্গবন্ধু ও তাঁর সরকারের উদ্যোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তুলে ধরেন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের পরিকল্পনা। তা ছাড়া সমবায় ব্যবস্থাকে টেকসই করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যদি তাদের শিক্ষা-দীক্ষা ও ট্রেনিংয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি, তারাই কিন্তু আমাদের সমাজের জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারবে। এখন পৃথিবীতে অনেক দেশ, যেখানে যুবসমাজ নাই বলতে গেলে, বৃদ্ধদের দেশ হয়ে যাচ্ছে। আমাদের দেশ বৃদ্ধদের দেশ হোক, এটা চাই না।একা নয়, সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে চলাই সমবায়ের উদ্দেশ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাৎক্ষণিক বড় লাভের আশা না করে, এটাকে যেন একটা স্থায়ী, উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ লাভের ভাগ পায়। আমি একা খাব, সেটা না। সবাইকে নিয়ে-দিয়ে খাব। সবাইকে নিয়ে কাজ করব। এটাই সমবায়ের উদ্দেশ্য হওয়া উচিত।’