ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’-এর তালিকায় প্রথমবারের মতো ৯ বাংলাদেশি স্থান করে নিয়েছেন।প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব,খুচরা ও ই-বাণিজ্যে অবদান রাখায় তারা তালিকাভুক্ত হন।২০২১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মঙ্গলবার (২০ এপ্রিল) অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের একটি তালিকা প্রকাশ করে ‘ফোর্বস’।এতে বাংলাদেশি ৯ তরুণের নাম উঠে আসে।
তারা হলেন- আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই ভিত্তিক উদ্যোগ গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)।আরও আছেন, কুয়ালালামপুর ভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী (২৬) এবং রিজভি আরেফিন (২৬)।অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২) ও পিকাবোর সহপ্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য এই তালিকায় যুক্ত হন।