এবারের রমজান মাস হবে ৩০ দিনের: সৌদি উপদেষ্টা
নিউজ ডেস্ক
সত্যবাণী
সৌদি আরব: সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ও রাজ দরবারের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানিয়া বলেছেন, এ বছর রমজান মাস হবে ৩০ দিনের। সোমবার আল শরৌক অনলাইনের বরাতে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, রমজান মাস ৩০ দিনের হলে জ্যোতির্বিদ্যার গণনা মোতাবেক সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে ১৩ মে।এই প্রথম সৌদি আরব ইসলামি ক্যালেন্ডারের তারিখ ঘোষণা করলো জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে। এর আগে সাধারণত প্রচলিত চাঁদ দেখার ভিত্তিতে ঘোষণা করা হত।আল মানিয়া বলেছেন, যারা চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা বন্ধ করতে চান তারা তা করতে পারেন।সৌদি আরবে রমজান শুরু হয়েছে ১৩ এপ্রিল। পবিত্র এই মাসের শুরু ও শেষ হয় চাঁদ দেখার ভিত্তিতে। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ নাকি ৩০ দিনের হবে।