সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়ার ইন্তেকাল

সিলেট করেসপন্ডেন্ট
সত্যবাণী

সিলেট: ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লন্ডন থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক সিলেটের ডাক-এর অন্যতম পরিচালক, পূর্ব লন্ডনের স্বনামখ্যাত বাংলাটাউন ক্যাশ এন্ড ক্যারির অন্যতম স্বত্বাধিকারী, সুনামগন্জ জেলার ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  গিয়াস মিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

বুধবার (১২মে) বিকাল ৩টায় ছাতকের হায়দরপুর হাইস্কুল মাঠে প্রয়াত গিয়াস মিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুম গিয়াস মিয়া ছিলেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান। প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

You might also like