রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যা ঘটেছে, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অনেক প্রশ্নের জবাব দিতে হবে। এগুলো ফরেন মিনিস্ট্রিকে (পররাষ্ট্র মন্ত্রণালয়) ফেস করতে হবে। রোজিনাকে নিয়ে যা ঘটেছে, তা খুব দুঃখজনক। গুটিকয়েক লোকের কারণে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বদনাম হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে।’আজ বৃহস্পতিবার অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোজিনা ইসলামকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা খুব দুঃখজনক। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত। অনেকে এটি নিয়ে আমাদের প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদপত্র বান্ধব সরকার। এ সময়ে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত।সাংবাদিকদের উদ্দেশে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা কখনও আপনাদের নিষেধ করিনি। আমাদের গোপন করার কিছু নেই। তবে যেহেতু এ বিষয়টি বিচারাধীন, আমি আর কোনো মন্তব্য করতে চাই না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আশা করি, রোজিনা ন্যায়বিচার পাবেন।মন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকদের কারণেই আমরা বালিশের কাহিনী, লাখ টাকার সুপারি গাছ কিংবা সাহেদ করিমের তথ্য পেয়েছি এবং সরকারও অ্যাকশন নিয়েছে।’

You might also like