ছাতকে ইউএনও’র উদ্যোগে মাস্ক বিতরন-বিকেল ৪ টার মধ্যে ব্যাবসা প্রতিষ্টান বন্ধ করার নির্দেশনা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.গোলাম কবির।শনিবার উপজেলার ছাতক বাজার, গোবিন্দগঞ্জ পয়েন্ট,ধারন বাজার ও জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ২৪/১ ধারায় ছাতক বাজার ও গোবিন্দগঞ্জ পয়েন্ট এর ১২ জন ব্যাবসায়ীকে মোট ৮হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গোলাম কবির ব্যাক্তিগত পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ৫ শতাধিক মাস্ক বিতরন করেন। বিকেল ৪ টার মধ্যে দোকান পাঠ বন্ধের নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে ধারন বাজারের ব্যবসায়ী বশির মিয়া ও আজিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার ধারন বাজার এসে ৪টার মধ্যে দোকানপাঠ বন্ধের নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা মোতাবেক উল্লেখিত সময়ে দোকানপাঠ বন্ধ কওে দেওয়ার জন্য ধারন বাজারসহ উপজেলার সকল ব্যবসায়ীদের অনুরোধ জানান তারা।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গোলাম কবির অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like