টাওয়ার হ্যামলেটসে পার্কিং বিধিনিষেধ ফের কার্যকর হলো

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ পয়লা জুন থেকে বারায় স্বাভাবিক সময়ের মতোই পার্কিং রেস্ট্রিকশনস্ বা বিধিনিষেধ পুণরায় কার্যকর হয়েছে এবং কন্ট্রোলড পার্কিং সময়ে গাড়ি পার্ক করার ক্ষেত্রে বাসিন্দাদের পারমিট লাগবে। এখন থেকে পারমিট ছাড়া গাড়ি পার্ক করা হলে আগের মতই পেনাল্টি চার্জ নোটিশ পেতে পারেন।টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারায় কর্মরত কী ওয়ার্কার, অর্থাৎ জনগুরুত্বপূর্ণ কাজে জড়িতদেরকে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি অস্থায়ি পার্কিং পারমিট প্রদান করেছি। নতুন পেপারলেস ভার্চুয়াল পারমিট ব্যবহার করে ফ্রন্টলাইন এনএইচএস এবং স্কুল স্টাফ, ইমার্জেন্সি সার্ভিসেস এবং কাউন্সিলের সোশ্যাল ওয়ার্কাররা বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন।ওয়াপিং হাই স্ট্রিটের বাস গেট পুণরায় চালু হয়েছে। গাড়ি চালকদের অবহিত করতে বিভিন্ন স্থানে সাইন বা নোটিশবোর্ড লাগানো হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন – www.towerhamlets.gov.uk/coronavirus

You might also like