সাত দেশ থেকে আসলে ১৪ দিন হোটেল কোয়ারেন্টিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকার ৭ দেশ থেকে ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। আগতদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এ বিজ্ঞপতিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আফ্রিকার ৭টি দেশ হলো- বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো। এই সাতটি দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিনে থাকবে হবে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এটি কার্যকর হবে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আফ্রিকা ফেরতদের দেশের উদ্দেশ্যে রওনার হওয়ার আগেই হোটেল বুকিং করতে হবে। আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।এছাড়াও বাংলাদেশে প্রবেশ করা যে কোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ১২ বছর কম শিশুদের ক্ষেত্রে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।উল্লেখ্য, করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। এরই মধ্যে অন্তত ২৫টি দেশে এই ধরন শনাক্ত হয়েছে। সর্বশেষ ভারতেও ভাইরাসটির নতুন এই ধরন শনাক্ত হয়েছে।

You might also like