রাষ্ট্রদূতের সঙ্গে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাক্ষাৎ

শাহ মোহাম্মদ তানভীর আহমদ
সত্যবাণী

পর্তুগাল : প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় করনীয় ঠিক করতে রাষ্ট্রদূতের সঙ্গে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।বুধবার (৬ এপ্রিল) দুপুরে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশের স্থায়ী দূতাবাসে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেন ও রাজী আবদুল্লাহর সাথে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ও নিজ দেশের ভাবমূর্তি রক্ষায় করনীয় ঠিক করতে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।সভার শুরুতেই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত ২০২২ সালের কার্যকরী কমিটির তালিকা সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী রাষ্ট্রদূত তারিক আহসান”র কাছে তোলে দেন । । এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম ও সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ।রাষ্ট্রদূত সকলকে অভিনন্দন জানান এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত তারিক আহসান পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদেরকে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং অর্জন পর্তুগালের জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান ব্যক্ত করেন। অপরদিকে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা যাতে আইন কানুন মেনে সুনাগরিক হিসেবে পর্তুগালে বসবাস করে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে এই বিষয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের সংস্কৃতি চর্চার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে ভূমিকা রাখার আহ্বান জানান।আলোচনা সভাশেষে সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত পর্তুগাল বাংলা সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ তথা বাংলাদেশ কমিউনিটির যেকোনো কল্যাণে বাংলাদেশ দূতাবাস লিসবন ,পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

You might also like