৭ই নভেম্বরের ঘটনায় খুনি মোশতাক ও জিয়ার মরণোত্তর বিচার দাবি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আজ ৭ নভেম্বর ২০২২ সোমবার জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে বিকাল ৪ টায় মতিঝিল ওয়াকফ জামে মসজিদ মিলনায়তনে “৭ই নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, “১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা স্বপক্ষের সৈনিকদের খুনি মোশতাক ও জিয়া পরিকল্পিতভাবে সামরিক কর্মকর্তাসহ সৈনিকদের হত্যা করে। এ দায়ের জন্য তাদের মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি। কারণ খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান এ ঘটনার কুশীলব। এছাড়াও যারা জীবিত অবস্থায় বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, ৭ই নভেম্বরের সেই প্রেতাত্মারা এখনো সক্রিয়। ইতিমধ্যে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে তৎপর হয়েছে। তাদেরকে প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেকটি স্বাধীনতা প্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমেদ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব সি.এম মানিক, ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উত্তরের সভাপতি মঈনুল হোসেন মিলন জোয়াদ্দার সহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ।