দেশে অঘোষিত দুর্ভিক্ষ বিপন্ন সাধারণ মানুষ : ইলিয়াসপত্নী লুনা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে অঘোষিত দুর্ভিক্ষে বিপন্ন সাধারণ মানুষ। যে দুর্ভিক্ষের কারণে জনজীবন অতীষ্ঠ। আর এসবের সংবাদ প্রকাশ করার সাহসও সাংবাদিকদের নেই। কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। আজ মানুষের কথা বলার অধিকারও নেই। সেই অধিকারটুকুও কেড়ে নিয়েছে গণতন্ত্র হরণকারী এই সরকার। তারা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। তারা জোর করে ক্ষমতায় বসে আছে। সব সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিতে আক্রান্ত হয়ে দেউলিয়া এখন। কিন্তু এভাবে আর চলতে দেয়া যায় না। ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শোধিতে হইবে ঋণ’।১৫ এপ্রিল শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদের ব্যক্তিগত উদ্যোগে পৌর শহরের বরইগাঁও গ্রামস্থ তার নিজ বাড়ি প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

পৌর বিএনপি’র সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান নেছার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম-আহবায়ক রাসেল আহমদ, সদস্যসচিব ফাহিম আহমদ, সদস্য আবু তাহের মিছবাহ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাজেদুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফেজ আরব খান। মোনাজাত পরিচালনা করেন বরইগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছত্তার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠান আয়োজক আব্দুর রহমান খালেদ।

You might also like